ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠক 

ঢাকা: মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে তিনি এই বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, চতুর্থ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে সাইড লাইন বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় তিনি মালদ্বীপের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা পৌঁছে দেন।

বৈঠকে তারা দু’দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা উগ্রবাদ প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর দেন। এসময় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশে মালদ্বীপের শিক্ষার্থীদের মেডিক্যাল শিক্ষা সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।