ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৯
চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নিহত নাজিমের পরিবারের আহাজারি। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নাজিম উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

নিহত নাজিম উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার রাত ৩টার দিকে নাজিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ভারত-বাংলাদেশ সীমান্তে গরু আনতে যায়। এ সময় তারা বাংলাদেশি রাজাপুর সীমান্তের ৭৪ নং মেইন পিলারের কাছাকাছি পৌঁছালে ভারতের গেদে আমতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। বিএসএফের ধাওয়ায় নজিমের সহযোগীরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিতে নিহত হন নাজিম।

নিহতের ভাই রতন আলী জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ভারত থেকে গরু আনতে নাজিম উদ্দীন বাড়ি থেকে বের হন। এরপর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানতে পেরেছি বিএসএফের গুলি তিনি নিহত হয়েছেন।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর আমরা শুনেছি। প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। তবে, বিএসএফ বিজিবির পত্রর কোনো উত্তর দেয়নি।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।