ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের আলগীরচর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে মাহিনূর তাসমিয়া তিনা (৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডু্বুরিদল।

শুক্রবার (৬ সেপ্টেম্বর)) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের আলগীরচর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিনূর তাসমিয়া তিনা কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বড় বোনের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চরপাড়াতলা গ্রামে বেড়াতে যায় মাহিনূর তাসমিয়া তিনা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বজনদের সঙ্গে নৌকায় করে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘোরার এক পর্যায়ে তিনা নৌকা থেকে পানিতে পড়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে শিশুটির কোনো সন্ধান না পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বাংলানিউজকে জানান, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।