শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে পুরাতন মালপত্র রাখার গুদামে আগুন লেগে যায়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে গুদামে থাকা পুরাতন টিভি, ফ্রিজ, কম্বল, সাইকেল, বই ও কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৩০ থেকে ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
কারাগারটির জেল সুপার সুব্রত কুমার বালা বাংলানিউজকে বলেন, পুরাতন মালপত্রের গুদামে আগুন লাগে। এতে তেমন ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন।
এর আগে গত ৪ মে রাত ১টার দিকে এই কারাগারের ভেতরের ক্যান্টিনে আগুন লেগেছিল।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএস/টিএ