শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত কামরুল নাটোর সদর থানার শ্রী কৃষ্ণপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, রাতে সিলেট থেকে টঙ্গী কলেজগেট এলাকায় আসেন কামরুল ইসলাম। পরে ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএস/এএটি