শনিবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত তানিয়া বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওয়ারী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল সরকার জানান, সকালে সায়েদাবাদ রেললাইনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় স্কুলছাত্রী তানিয়া। পরে বাবুল হোসেন নামের এক পথচারী তানিয়াকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যায়।
এএসআই চঞ্চল আরো জানান, খবর পেয়ে সালাউদ্দিন হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহত তানিয়ার বাবা-মা ঢামেক হাসপাতালে আসেন। মা রিনা বেগম জানান, তাদের বাসা খিলগাঁও ভুঁইয়াপাড়ার সিপাহীবাগ। তানিয়া ভুঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করে। সকালে স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়।
তবে কেন সে সায়েদাবাদ এলাকায় গিয়েছে তা আমাদের জানা নেই, বলেন তানিয়ার মা।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এজেডএস/জেডএস