শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, কমলাপুর) রকিব-উল হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিনগত রাতে একটি ট্রেনে অভিযান চালিয়ে সাতজনকে ভারতীয় মালামালসহ আটক করা হয়।
আটক সাতজন হলেন- ময়না (৩০), শিউলি (৩১), পেয়ারা বেগম (৫৮) ,রিতা (৩২), রিনা (৩৪) আয়েজ বিন আহমদ সুমন (৩৫) ও জাকির হোসেন (৪৯)।
তিনি আরও জানান, আটককৃতরা বিভিন্ন পন্থায় ভিসা নিয়ে ভারতে গিয়ে অবৈধভাবে মালামাল ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসেন। যেটা সম্পূর্ণ বেআইনি। আটক সাতজনের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হয়েছে ও আদালত পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এজেডএস/এএটি