শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে নড়িহাটি গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় নড়িহাটি গ্রামের মোহাম্মদ আরিফুল ইসলামের ছেলে।
হৃদয়ের মামাতো ভাই রিয়াদ হোসেন বাংলানিউজকে জানায়, সকাল থেকে টেলিভিশনের ছবি ভাল হচ্ছিল না। তাই সে ডিসের ক্যাবল লাইন ধরে মেরামত করতে যায়। তখন হৃদয় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এনটি