ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৪ দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
রাজশাহীতে ৪ দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী: ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনসহ চার দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত (বি-২১২৯) সংগঠনটির সার্কেল সংস্থা (উত্তরাঞ্চল) রাজশাহীর উদ্যোগে প্রথমে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মহানগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত পোস্টাল কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন- বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (উত্তরাঞ্চল) রাজশাহীর সার্কেল সভাপতি আরসাদ আলী, সার্কেল সম্পাদক মাহাবুবুল আলম, রাজশাহী জিপিও ইউনিট কার্যকরী সভাপতি মখলেছুর রহমান, পিএমজি ইউনিট সভাপতি লুৎফর রহমান, কার্যকরী সভাপতি শওকত আলী, রাজশাহী জিপিও ইউনিট সহ-সভাপতি মো. শাহী নূরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর শাহ মখদুম থানার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংগঠনটির নেতারা রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে যান। এসময় নেতারা একই দাবিতে মেয়রকে স্মারকলিপি প্রদান করেন।  

পরে মেয়র লিটন ডাক কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

কর্মসূচির শেষে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন (উত্তরাঞ্চল) রাজশাহীর সার্কেল সম্পাদক মাহাবুবুল আলম পরবর্তী দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।  

কর্মসূচিতে রয়েছে- আগামী ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজশাহী কোর্ট চত্বরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন এবং বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল। পরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে।

তাদের চার দফা দাবিগুলো হচ্ছে- কর্মরত অবস্থায় সরকারি কর্মচারীর মৃত্যুজনিত কারণে আট লাখ টাকা, স্থায়ী অক্ষমতার জন্য চার লাখ টাকা এবং দাফন-কাফনের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন; সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ সুবিধা প্রাপ্তির পূর্বশর্ত ইএফটি পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করা; ১৬-২০ গ্রেডের পোশাকধারী কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পোশাকসহ অন্যান্য সামগ্রী সরবরাহ; কর্মচারীদের জমানো ফিডালিটি বন্ডের টাকায় ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।