শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দিকে এ ঘটনা ঘটে। শাকিল ওই গ্রামের এনামুল হকের ছেলে ও তাতালপুর টেকনিক্যাল বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিকেলে শাকিল তার বসতঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
আরএ