ভেজাল ওষুধ কারবারি আটক। ছবি: বাংলানিউজ
ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে ভেজাল ওষুধ কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৭০ বোতল ভেজাল ওষুধ জব্দ করা হয়।
শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, তারাকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চিনাপাড়া এলাকার ধোবাউড়াগামী সড়ক থেকে ৭০ বোতাল ভেজাল ওষুধসহ ওই কারবারিকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
একে/এইচএডি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।