বক্তব্য রাখছেন শামীম ওসমান। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রশাসনের ভাইদের অনুরোধ করবো নারায়াণগঞ্জে শুদ্ধি অভিযান চালান। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিয়া পারেনি, এরশাদ পারেনি, খালেদা জিয়া পারেনি, আর কেউ পারবেও না। চেষ্টা করবেন না, কর্মীদের ওপর আঘাত আসলে যেই হোক, ছাড় নেই।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় সলিমুল্লাহ সড়কে ‘রুখে দাঁড়াও স্বাধীনতাবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে’ ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আজকের সমাবেশ অন্য কোনো সাবজেক্ট নয়।
গত কোরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও রোহিঙ্গাদের মধ্যে অস্ত্র বিতরণ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামে এক নারী অনেক কিছু বলে এসেছে। ড. কামাল, মির্জা ফখরুলরা বিদেশিদের সঙ্গে মিটিং করছেন। মনে রাখতে হবে, শুধু দেশে নয়, বিদেশেও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এটা যখন শুনলাম, তখনই এ সভার প্রস্তুতি নিলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে ডাকেন, তাহলে আবারও একাত্তরের মতো মাঠে নামতে হবে। এজন্যই মিটিং ডাকা।
সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।