শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে স্পিডবোডযোগে উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত আড়িয়াল খাঁ নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে নদীর ভাঙন রোধে বরিশাল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সচিব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাইম, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দীন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ।
আড়িয়াল খাঁ নদীর অব্যাহত ভাঙনের ফলে ইতোমধ্যে বসতবাড়ি, সরকারী রাস্তাসহ একাধিক স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএস/এইচএডি