ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রোগী কল্যাণ সমিতিকে বাৎসরিক ৫০ হাজার টাকা অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
রোগী কল্যাণ সমিতিকে বাৎসরিক ৫০ হাজার টাকা অনুদান সভায় রামেক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য শাহীন আকতার রেনী। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে বাৎসরিক ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমিতির আজীবন সদস্য শাহীন আকতার রেনী। 

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী মরহুমা জাহানারা জামানের নামে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যয়ভারের জন্য এ অর্থ দেওয়া হবে। ফলে এখন থেকে আবেদনের প্রেক্ষিতে দুস্থ রোগীরা চিকিৎসার জন্য এ সমিতি থেকে আরও বেশি অনুদান গ্রহণ করতে পারবেন।

 

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায়  শাহীন আকতার রেনী এ ঘোষণা দেন। সভায় রোগী কল্যাণ সমিতির আয়ে-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, তহবিল বাড়ানো, রোগীদের সেবা দান পদ্ধতি, জনবল বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সভাপতিত্বে তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় আরও উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ডা. অধ্যাপক বিকে দাম, ডা. অধ্যাপক একেএম মনোয়ারুল ইসলাম, ডা. অধ্যাপক সুজীত কুমার ভদ্র, সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা রেকসোনা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুল কবির।

‘রোগী কল্যাণ সমিতি’ রোগীর মানসিক শক্তি বাড়ানো, চিকিৎসার ব্যয় বহন, চিকিৎসককে রোগীর রোগ ও রোগের কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া এবং চিকিৎসা শেষে তার পুনর্বাসনের জন্য সহায়তা দিয়ে। ১৯৫৯ সালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এ সেবা প্রথম চালু হয় এবং বর্তমানে দেশব্যাপী সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের ৯০টি সরকারি বেসরকারি হাসপাতালে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সেবা কার্যক্রম চালু আছে। এছাড়াও উপজেলা পর্যায়ে ৩৪২টি উপজেলায় উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে এ কার্যক্রমটি সম্প্রসারিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯  
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।