ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সরকার কাজ করে যাচ্ছে

দিনাজপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হচ্ছে বিশে^র সর্ববৃহৎ ফুটবল টুর্ণামেন্ট। কেননা, বাংলাদেশের সব প্রাইমারি স্কুলের বালক-বালিকাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশে^র সর্ববৃহৎ এ টুর্নামেন্ট। 

বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সেতাবগঞ্জ মেলাগাছি মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন শুধুমাত্র ছেলেরাই ফুটবল খেলতো আর মেয়েরা দর্শক সারিতে বসে শুধু হাতে তালি দিতো।

আজ বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফুটবলসহ সব খেলায় অংশগ্রহণ করছে।

তিনি আরো বলেন, আজকের দিনে মাদক একটি বড় বোঝা। মাদক থেকে বিরত থাকার জন্য আমাদের নতুন প্রজন্মের জন্য প্রতিটি মাঠ খেলার উপযোগী করে তোলা হচ্ছে। নতুন প্রজন্মকে মাদক থেকে বিরত রাখতে মাঠমুখী করছে সরকার।  

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এম আই গ্রæপের সহযোগিতায় ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফকরুল হাসানের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রশীদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী প্রমুথ।  

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।