দুই শিশুর মৃত্যু
রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে ডুবে সাদিয়া আক্তার (৩) ও হালিমা আক্তার(৪) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে । শনিবার (৭সেপ্টেম্বর) বিকেলে হ্রদের পাড়ে খেলার সময় পানিতে পড়ে গেলে শিশু দু’টি ডুবে মারা যায়।
সাদিয়া রসূলপুর গ্রামের ইফসুফ মিয়া ও হালিমা একই গ্রামের রাসেলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে কাপ্তাই হ্রদের পাশে খেলা করছিলো শিশু সাদিয়া ও হালিমা।
খেলার সময়ে হঠাৎ করে হ্রদের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর পাওয়া না গেলেও সন্ধ্যার দিকে শিশু দু’টির মরদেহ হ্রদে ভেসে ওঠে।
কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দু’টির মরদেহ ময়না তদন্ত করার জন্য লংগদু থানায় খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।