ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযুক্ত আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
কেরানীগঞ্জে শিশু ধর্ষণের অভিযুক্ত আটক শিশু ধর্ষণের অভিযুক্ত কাসেম ওরফে শাকিল

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে শিশু ধর্ষণের অভিযুক্ত কাসেম ওরফে শাকিল(২৯) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(ৠাব-১০)।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৠাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ধর্ষক শাকিলকে আটক করা হয় বলে ৠাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ভিকটিমের ভাই মো. রাজীব(২৫) লিখিত অভিযোগে বলেন, শাকিল নামে এক ব্যক্তি ১৩ বছরের বোনকে স্কুলে যাবার সময় পথ আটকে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে মহাখালীর একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। এরপর ভিকটিমের বাসার সামনে রেখে পালিয়ে যায়।  

ৠাবের পক্ষ থেকে বলা হয়, আসামি শাকিল(২৯) ভিকটিমকে স্কুলে যাবার পথে, ফুসলিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে মহাখালীতে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিমের বাসার সামনে রেখে পালিয়ে যায়।

আটকের বিরুদ্ধে ভিকটিমের ভাই বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান র‍্যাব।
 


বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৯
এমএমআই/আরকেআর/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।