ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরিতে ধীরগতি, দুর্ভোগে যাত্রীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরিতে ধীরগতি, দুর্ভোগে যাত্রীরা কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার ব্যস্ততম কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ চ্যানেলে পলি জমে ভরাট হয়ে যাওয়া এবং নাব্যতা সংকটের কারণে ধীরগতিতে চলছে ফেরি। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। দিনে কিছুটা স্বাভাবিক থাকলেও রাতে প্রায়ই ব্যহত হচ্ছে ফেরি চলাচল।

চ্যানেল অতিক্রম করার সময় নৌরুটে একাধিক ফেরি থাকলে সেগুলোকে অপেক্ষা করতে হয় চ্যানেলের বাইরে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি সময় ব্যয় হয়।

এছাড়া নৌরুটে নাব্যতা সংকট থাকায় ফেরিগুলোকে অনেকটাই ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। অপরদিকে রাতে বন্ধ থাকছে পাঁচটি ডাম্প ফেরি। ফলে এই নৌরুটের ফেরির যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট ও চ্যানেল সরু হওয়ার ফলে একসঙ্গে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে পারছে না। একটি ফেরি চ্যানেলে প্রবেশ করলে অপর ফেরিটিকে চ্যানেলের বাইরে অপেক্ষা করতে হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকেই পদ্মায় ঢেউ রয়েছে। হালকা দমকা হাওয়ার প্রভাবে পদ্মা কিছুটা উত্তাল হলেও ফেরি চলাচল অব্যাহত রয়েছে। নৌরুটে রোরো, কে-টাইপ, মিডিয়ামসহ মোট ১২ টি ফেরি চলাচল করছে। রাতে বন্ধ থাকে পাঁচটি ডাম্প ফেরি।  

এই রুটে চলাচলকারী ট্রাক চালক মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, পদ্মায় প্রায় সারা বছরই দুভোর্গ লেগে থাকে। এখন নাব্যতা সংকটে পদ্মা পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুন সময় লেগেছে। শিমুলিয়া ঘাটে দীর্ঘসময় অপেক্ষা করে ফেরিতে উঠতে হয়েছে। ফেরিতে পার হতেও অনেক সময় লাগছে।  

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, ফেরি চলাচলে কিছুটা বাধার সম্মুখীন হতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।