ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ২২ কিশোর আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
মোহাম্মদপুরে ২২ কিশোর আটক মোহাম্মদপুরে ২২ কিশোর আটক

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে এবার ২২ কিশোরকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  

পুলিশ জানায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড্ডারত অবস্থায় ২২ কিশোরকে আটক করা হয়েছে।

তাদের প্রত্যেকের বয়স ১৮ এর কম। এদের মধ্যে অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।  

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বাংলানিউজকে জানান, সন্দেহভাজন হিসেবে ২২ কিশোরকে আটক করা হয়েছে। এদের কারো বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আছে কি না, বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় তাদের পরিবারের সদস্যদের ডেকে সতর্ক করে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে। কিশোরদের অপরাধে জড়িয়ে যাওয়া এড়াতে পরিবার থেকেই সতর্ক থাকতে হবে।  
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১১০ জন সদস্যকে আটক করা হয়। সর্বশেষ কিশোর গ্যাং সদস্যের দ্বন্দ্বে মোহাম্মদপুরে মহসিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
 

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
পিএম/আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।