শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তুষার উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তুষার মোটরসাইকেলে করে আদমপুর যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএ/এসআইএস