ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় তুষার আহম্মদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তুষার উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে।

তিনি ১ নম্বর রহিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, তুষার মোটরসাইকেলে করে আদমপুর যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।  এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন।  

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।