ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে' সজল (২৪) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। 

ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ছুরি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।  শনিবার (০৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের নিজামনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে জানান, রাতে নিজামনগর এলাকায় কয়েক জন মাদক বিক্রেতা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।  

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদকবিক্রেতা সজল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ থানায় ছয়টি মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
একে/আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।