শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সিদ্দিকুর রহমান একই উপজেলার খোর্দ গজাইল শ্যামপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সিদ্দিকুর রহমান নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে তেলিপাড়া গ্রামের জাল মাহমুদের ছেলে ফিরোজ হুসাইনকে সেনা সদস্যের চাকরি দেওয়ার কথা বলে আট লাখ টাকা চুক্তি করেন। চুক্তির এক লাখ টাকা বেশ কিছুদিন আগে নেন। শরিবার বিকেলে কাঁচা বাজার এলাকায় আরও এক লাখ টাকা লেনদেন হওয়ার কথা ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসআইএস