ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে বি‌স্ফোর‌ণে ভবনধস, আহত ১৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
গাজীপু‌রে বি‌স্ফোর‌ণে ভবনধস, আহত ১৮ বিস্ফোরণে তিনতলা ভবনটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের বোর্ডবাজার এলাকায় এক‌টি খাবার হো‌টে‌লে বি‌স্ফোর‌ণের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ভবনটির একাংশ ধসে পড়ে দগ্ধসহ অন্তত ১৮ জন আহত হ‌য়ে‌ছেন। এসময় পা‌শের দু’‌টি ভবনের কিছু অংশও ধসে পড়ে।

শ‌নিবার (৭ সে‌প্টেম্বর) রাত ২টার দি‌কে রাঁধুনি হো‌টে‌লে এ ঘটনা ঘ‌টে। আহতদের ঢাকা মে‌ডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।



টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার মধ্যরাতে বোর্ডবাজার এলাকায় তিনতলা ভব‌নের রাঁধুনি হো‌টে‌লে বিকট শ‌ব্দে বি‌স্ফোরণ ঘ‌টে। এতে ভব‌নের নিচতলা ও দ্বিতীয়তলা এবং পা‌শের দু’‌টি চারতলা ভব‌নের নিচতলা আং‌শিক ধসে প‌ড়ে। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

তিনি বলেন, বিস্ফোরণে হো‌টেল‌টি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এছাড়া পা‌শের তৃ‌প্তি হো‌টেল ও আইএফআইসি ব্যাংক ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে।  ‘ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছা‌নোর আগেই স্থানীয়রা আহত‌দের হাসপাতাল নি‌য়ে যান। ত‌বে, ফায়ার সা‌র্ভি‌স পরে আরও দু’জন‌কে উদ্ধার ক‌রে। ’

মো. আতিকুর রহমান বলেন, হো‌টেল‌টি‌তে গ্যাসের সংযোগ ছিল। ধারণা করা হ‌চ্ছে, সেখান থে‌কে এ বি‌স্ফোর‌ণ ঘ‌টে‌ছে। তদ‌ন্তের পরই বিষয়‌টি প‌রিষ্কার বলা যা‌বে।

ঢামেক হাসপাতা‌লের ইনচার্জ প‌রিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, বি‌স্ফোর‌ণের ঘটনায় ১৮ জন‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। এদের ম‌ধ্যে তিনজন‌কে বার্ন ইউনিটে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে, একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা বি‌ভিন্ন ওয়ার্ডে ভ‌র্তি রয়ে‌ছেন।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৮, ২০১৯
আরএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।