ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আরডি মাহফুজুলকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আরডি মাহফুজুলকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন কক্সবাজার বেতারের আরডি মাহফুজুল হক।

কক্সবাজার: কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মাহফুজুল হকের আর্থিক অনিয়মের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার বেতারের শিল্পীরা।

অবিলম্বে আরডি মাহফুজুল হকে অপসারণ করা না হলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিসহ নানা কর্মসূচির ডাক দেন কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের নেতারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের জরুরি সভায় এসব সিদ্বান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল, সহ-সভাপতি ও সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সহ-সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সহ-সভাপতি সন্তোষ কুমার সুশীল, সহ-সাধারণ সম্পাদক পরেশ কান্তি দে, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক  মো, শাহ আলম, অ্যাডভোকেট প্রতিভা দাশ, বনাণী চক্রবর্তী, উৎপল বড়ুয়া, অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা, মেঘলা দেব, অর্থ সম্পাদক সুশান্ত পাল বাচ্চু, সহ-অর্থ সম্পাদক শাহানা মজুমদার চুমকী, সাংগঠনিক সম্পাদক সুনীল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক (কক্সবাজার সদর) তালেব মাহমুদ, সংগীত বড়ুয়া, (রামু), সাংগঠনিক সম্পাদক দীপক বড়ুয়া (রামু), সাংগঠনিক সম্পাদক (উখিয়া) এসএম জসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু প্রমুখ।
সভায় কক্সবাজার বেতারের শিল্পীরা।                                          ছবি: বাংলানিউজসভায় শিল্পীরা অভিযোগ করেন, আরডি মাহফুজুল কক্সবাজার বেতারে যোগদানের পর থেকে গত দুই বছরে রাজস্ব খাত ও রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য পরিচালিত ইউনিসেফের প্রকল্প থেকে নামে-বেনামে বিল বানিয়ে অন্তত দুই কোটি টাকার অনিয়ম করেছে।

সংগঠনের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিন জানান, কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মাহফুজুলের শাস্তির দাবিতে তথ্যমন্ত্রী, তথ্যপ্রতিমন্ত্রী, তথ্য সচিব, বেতারের মহা-পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু প্রায় নয়দিন পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো  ধরনের ব্যবস্থা নেয়নি।

সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন ভট্টাচার্য জানান, কক্সবাজার বেতারের সব বিভাগের শিল্পীরা একমত হয়েছি, আমরা অবিলম্বে দুর্নীতিবাজ আরডি মাহফুজুলের অপসারণ চাই। তার অপসারণ এবং শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা আগামী ১১ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবো। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করবো।

** কক্সবাজার বেতারে অনিয়ম তদন্তে কমিটি: তথ্য প্রতিমন্ত্রী​
** সেই আরডির বিরুদ্ধে এবার বেতার ডিজির কাছে অভিযোগ ​
** কক্সবাজার বেতার আরডির বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।