নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রি-পেইড মিটার লাগানো বন্ধ করতে হবে।
এ মিটারে ভুতুড়ে বিদ্যুৎ বিল আসে। জনসাধারণের ডিজিটাল পকেট কাটার একটা নতুন মাধ্যম এ প্রি-পেইড মিটার।
মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।