ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পাকুয়াখালী গণহত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
খাগড়াছড়িতে পাকুয়াখালী গণহত্যার বিচার দাবি সংবাদ সম্মেলন।

খাগড়াছড়ি: রাঙ্গামাটির পাকুয়াখালীতে কাঠুরিয়াদের ওপর চালানো নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়েছে পার্বত্য অধিকার ফোরাম।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক রবিউল ইসলাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে ৩৫জন কাঠুরিয়াকে ডেকে নিয়ে শান্তিবাহিনীর সদস্যরা নির্মমভাবে হত্যা করে। যাদের মধ্যে ২৮ জনের মরদেহ খুঁজে পাওয়া গেলেও ৭ কাঠুরিয়ার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ ২৩ বছর পেরিয়ে গেলেও এখনো এই ঘটনার বিচার পাননি স্বজনরা।

এসময় আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতির কারণে পাহাড়ে খুন, অপহরণ, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হচ্ছে না। তাই পাকুয়াখালী গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার প্রক্রিয়া শুরু করাসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ