ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে ২ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
চরভদ্রাসনে ২ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে সপ্তম শ্রেণির এক ছাত্রীর ও পদ্মা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরটেক ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের কাছে পদ্মা নদীর উত্তর পূর্ব ডুবো চর থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, সন্ধ্যায় কামারডাঙ্গী গ্রামের স্বর্না আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বর্না কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা মোন্নাফ ব্যাপারীর ছোট মেয়ে। সে চরভদ্রাসন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্বর্নার মেঝ বোন বর্ণা আক্তার (২৩) বাংলানিউজকে জানায়, শনিবার বিকেলে বাড়ির কাছে পদ্মা নদীতে নৌকাবাইচ দেখতে যায় পরিবারের সবাই। বাইচ দেখতে সবার সঙ্গে স্বর্নাকে যেতে অনুরোধ করা হলে তার শরীর ভালো নেই বলে সে বাড়িতে থেকে যায়। পরে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে স্বর্নাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পায়ে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে চরভদ্রাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় ওই নারীর ডিএনএ নমুনা সংগ্রহের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ