রোববার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
এসপি হারুন বলেন, মহররম ও পূজা নিয়ে কোনো শঙ্কা নেই।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। জেলা জুড়ে পূজা মণ্ডপ গুলোতে পুলিশের বিশেষ নিরাপত্তা থাকবে। এছাড়া পূজার সময় সার্বক্ষণিক বিশেষ নজরদারি থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসীর যে শঙ্কা ও ভয় ছিল সেটি আর এখন নেই। মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। ছোট খাটো সমস্যা পুলিশ তাৎক্ষণিক সমাধান করছে।
সভায় জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিন বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ও জেলার উন্নয়নে সবাইকে এক হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে পারবো।
সভায় জেলা প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরআইএস/