রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আজমিরীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মেয়েটির দাদা বাদী হয়ে একই গ্রামের তজম্মুল আলীর ছেলে রাজীব আহমেদকে (২০) আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, ৫ সেপ্টেম্বর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় তজম্মুল। পরে তাকে নিয়ে সিলেটের বিভিন্ন স্থানে রাখে।
একপর্যায়ে শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে হবিগঞ্জ শহরের রাস্তা থেকে বুশরাকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। তবে আটক নারীর নাম প্রকাশ করা হয়নি। এছাড়া অপহরণকারী রাজিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ