ইমরান শহরের খালিশপুরের আলমডাঙ্গার মনির হোসেনের ছেলে। তিনি প্রকল্পটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ইমরান কাজ করার সময় পার্শ্ববর্তী একটি দেয়াল তার ওপর ধসে পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম বাংলানিউজকে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমআরএম/আরবি/