ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডা সবুজবাগ এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে স্থানীয় একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে সবুজবাগ এলাকার একটি পুকুর পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার
করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দু-একদিন আগে
নবজাতকটি ভূমিষ্ঠ হয়েছে। রাতের আঁধারে কেউ পুকুর পাড়ে মরদেহটি ফেলে রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।