রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ করা হয়।
এসময় ৪৮০ জনের মাঝে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ করা হয়।
স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গবেষক, কলামিস্ট, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, তারাব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল হক, সাত্তার আলী সোহেল, জিএম সহিদ, শুক্কুর আহমেদ, আবু জাফর মোহাম্মদ আল-আমিন, নাসির উদ্দিন, আওলাদ হোসেন বাদল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসএ/