ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
রূপগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় লাইফ এইড হাসপাতালের সৌজন্যে ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ করা হয়।

এসময় ৪৮০ জনের মাঝে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ করা হয়।

স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গবেষক, কলামিস্ট, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, তারাব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল হক, সাত্তার আলী সোহেল, জিএম সহিদ, শুক্কুর আহমেদ, আবু জাফর মোহাম্মদ আল-আমিন, নাসির উদ্দিন, আওলাদ হোসেন বাদল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।