রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়। হাসিনা গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের নান্নু মৃধার স্ত্রী।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকবিক্রেতা হাসিনার বসত ঘরের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা মনির মাঝিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মনির ওই এলাকার ইঙ্গুল মাঝির ছেলে।
রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে র্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে মাদকবিক্রেতা মনিরকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে র্যাবের ডিএডি আল মামুন সিকদার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএস/আরআইএস/