ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ: ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শনিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া শরিফ উদ্দিন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়ার বাসিন্দা।

 

ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় জুতার নিচে লুকানো অবস্থায় ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।