এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ উপজেলার ঝিকরা ইউনিয়নের আহাদ আলীর ছেলে। সে ঝিকরা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বাগমারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-২০১৯ (অনূর্ধ্ব-১৭) ঝিকরা বনাম শ্রীপুর ইউনিয়ন দলের খেলা দেখতে যাচ্ছিল। দানগাছি এলাকায় থেমে থাকা মালবাহী ট্রাক্টরের পাশ দিয়ে আসার সময় ভটভটির চাকা রাস্তার নিচে নেমে উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। এ সময় আসাদকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আসাদের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের দুইটি খেলা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসএস/এএটি