ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে পলাতক ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
না’গঞ্জে পলাতক ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বন্দর চিতাশাল এলাকার মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন ওরফে জীবন মৃধা (৩২) ও মদনপুর পিচ-কামতাল এলাকার রুস্তম মিয়ার ছেলে নাদিম (২৫)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।