রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে বন্দর থানা পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বন্দর চিতাশাল এলাকার মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন ওরফে জীবন মৃধা (৩২) ও মদনপুর পিচ-কামতাল এলাকার রুস্তম মিয়ার ছেলে নাদিম (২৫)।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজাহারুল ইসলাম জানান, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এএটি