রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের শুরুতে প্রয়াত সংসদের বিরোধীদলের নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ও মহান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা, বাম প্রগতিশীল আন্দোলনের নেতা, সাবেক সংসদ সদস্য এবং ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
সংসদের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের সদস্য হিসাবে এরশাদের শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
এর আগে অধিবেশনের শুরুতেই স্পিকার সভাপতিমণ্ডলী নাম ঘোষণা করেন।
সভাপতিমণ্ডলীরা হলেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, এনামুল হক, মৃণাল কান্তি দাস, কাজী ফিরোজ রশিদ ও জয়া সেনগুপ্ত।
চতুর্থ অধিবেশন চলাকালে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতি ক্রমানুসারে এরা সভাপতির দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/এএটি