ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা-বাবা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, মা-বাবা আহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের রতনপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা খাদে পড়ে ইমন (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর বাবা উপজেলার আলাপুর গ্রামের সুফি মিয়া ও মা জাহেদা বেগমসহ চার জন। 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা রতনপুর এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। আহত হয় ইমনের বাবা-মাসহ চার যাত্রী।

স্থানীয় জনতা তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সুফি মিয়া এবং জাহেদা বেগমকে সিলেটে স্থানান্তর করেন।

হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।