রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাব্বির ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে জানান, সাব্বির একজন ভ্যান চালক। সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে আম বাগানে যান তিনি। পরে দুপুরে ওই বাগানের একটি আম গাছের সঙ্গে সাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বিকেল ৩টার দিকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এনটি