রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোসাইবাগ গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল মরদেহটি উদ্ধার করে। এর আগে, দুপুর থেকে তিনি নিখোঁজ হন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুল হক বাংলানিউজকে জানান, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ কেরামত আলী নিখোঁজ হন। খবর পেয়ে ঢাকার সদরঘাট ফায়ার স্টেশনের পাঁচ সদস্যের ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এনটি