ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে ট্রা‌কচাপায় দুই নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
গাজীপু‌রে ট্রা‌কচাপায় দুই নারী নিহত

গাজীপুর: গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলায় ট্রাকচাপায় দুই নারী নিহত হ‌য়েছেন।

‌রোববার (০৮ সে‌প্টেম্বর) বি‌কেল পৌ‌নে ৫টার দি‌কে উপজেলার মৌচাক তে‌লিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। ‌

নিহতরা হ‌লেন- উপ‌জেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকার ইউনুছ আলীর স্ত্রী তমিরন বেগম (৫০) ও আ‌ছিয়া বেগম (৪০)।

আছিয়া বেগমের বিস্তা‌রিত প‌রিচয় জানা যায়‌নি।

কালিয়াকৈর ফায়ার সা‌র্ভি‌সের স্টেশন অ‌ফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, কোনাবাড়ী এলাকা থে‌কে ‌রিকশা‌য় করে ওই দুই নারী মৌচা‌কের দি‌কে যা‌চ্ছিল। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের মৌচাক তে‌লিরচালা এলাকায় পৌঁছা‌লে পেছন থে‌কে এক‌টি ট্রাক তাদের রিকশা‌টিকে চাপা দেয়। এ‌তে রিকশার দুই যাত্রী ঘটনাস্থ‌লেই মারা যান।

সালনা হাইও‌য়ে থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. মোজা‌ম্মেল জানান, খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় স‌ফিপুর এলাকা থে‌কে এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৮, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ