রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মৌচাক কামরাঙ্গীরচালা এলাকার ইউনুছ আলীর স্ত্রী তমিরন বেগম (৫০) ও আছিয়া বেগম (৪০)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, কোনাবাড়ী এলাকা থেকে রিকশায় করে ওই দুই নারী মৌচাকের দিকে যাচ্ছিল। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক তেলিরচালা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় সফিপুর এলাকা থেকে একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএস/ওএইচ/