রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাঁপানিয়া গ্রামের পুঁটিমারি মাঠে এ ঘটনা ঘটে। নিহত রহিদুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নিজ জমিতে কাজ করছিলেন রহিদুল ইসলাম। এসময় বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গাজী শামিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
আরএ