রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়। এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, নূর-ই-আলম চৌধুরী এবং আবদুস সাত্তার ভুঞা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।
বৈঠকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য ৩টি সরকারি বিলের নোটিশ পাওয়া যায়। আগে অনিষ্পন্ন ২টি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ থেকে একটি বিলের নোটিশ পাওয়া যায়। আগে পাওয়া ও অনিষ্পন্ন একটি বেসরকারি বিল রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/জেডএস