রোববার (৮ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে সংসদের বিরোধীদলের নেতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। এই শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সদস্যরা এসব কথা বলেন।
এরশাদের উপর উপস্থাপিত শোকপ্রস্তাবে বলা হয়, এ সংসদ প্রস্তাব করছে যে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হারালো। এ সংসদ তার মৃত্যুতে গভীর শোক, বিদেহীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছে।
আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, এরশাদ প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানুষের সেবা করার জন্য উপজেলা ব্যবস্থা প্রবর্তন ও সর্বস্তরের রাষ্ট্র ভাষা বাংলা চালু করেছিলেন।
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহামন বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে নানাভাবে কটূক্তি করেছেন। কিন্তু তিনি কখনও রাজনৈতিক প্রতিপক্ষকে কটূক্তি করেননি। এটা ছিল তার ভদ্রতা।
আলোচনায় আরও অংশ নেন, শামীম হায়দার পাটোয়ারী, সালমা ইসলাম, নাজমা আখতার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/এএ