ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিআরআই থেকে লাভবান হবে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
বিআরআই থেকে লাভবান হবে বাংলাদেশ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা: চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বাংলাদেশ লাভবান হবে। এ উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়তা করবে।

রোববার (০৮ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল গার্ডেনিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড: তুলনামূলক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান’ শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মেলনে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, বিআরআই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ নানাভাবে লাভবান হতে পারে।

বিআরআই উদ্যোগ ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যাবে, এ উদ্যোগ এসডিজি অর্জনে সহায়তা করবে।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, চীন-ভারতের বিশেষজ্ঞদের বিআরআই নিয়ে একসঙ্গে বসে আলোচনা করা প্রয়োজন। ভারত কেন বিআরআইয়ের বাইরে থাকবে এটা নিয়ে তাদের চিন্তাভাবনা করতে হবে। চীন ও ভারত প্রতিবেশী দেশ হিসেবে বিআরআই উদ্যোগ থেকে পরস্পরের অন্তর্ভুক্তি আরও বাড়িয়ে তারাও লাভবান হতে পারে।

সম্মেলেন বেশ কয়েকজন বক্তা ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সমানভাবে সম্পর্ক রাখার জন্য গুরুত্বারোপ করেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী,  চীনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, চীনের ইউনান অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক চেং মিন, ভারতের রির্সাচ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিসের মহাপরিচালক ড. শচীন চতুর্বেদী, সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মঞ্জুর ইলাহী।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ