ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জিয়ার মতো এরশাদও বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
জিয়ার মতো এরশাদও বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দেন জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও মোহাম্মদ নাসিম

জাতীয় সংসদ ভবন থেকে: জিয়াউর রহমানের মতো হুসেইন মুহম্মদ এরশাদও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এরশাদের শোকপ্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আলোচনায় মোহাম্মদ নাসিম বলেন, এরশাদ একজন সজ্জন মানুষ ছিলেন। নিজের নির্বাচনী এলাকার মানুষের উন্নয়নে তিনি সব সময় সচেষ্ট ছিলেন। তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমানের মতো বঙ্গবন্ধুর আত্মর্স্বীকৃত খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। তথাকথিত প্রেসিডেন্ট নির্বাচনে কর্নেল ফারুককে রাষ্ট্রপতি করেছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এটা বলতে চাই না। আমরা ভুলে যেতে চাই। কিন্তু বললাম, রেকর্ডে থাকলো।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ