জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সহযোগী সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, শিশুদের বিকাশের জন্য প্রতিদিন অন্তত ১ ঘণ্টা বাইরে খেলাধুলা করা উচিত। এই সামাজিক সমস্যাটিকে মানুষের সামনে তুলে ধরতে এবং জনমনে এই বিষয়ে সচেতনতা তৈরি করতে ইউলিভারের বিখ্যাত ব্র্যান্ড সার্ফ এক্সেল শুরু করলো ক্যাম্পেইন-মুক্ত হোক শৈশব।
এই ক্যাম্পেইনটি সমস্যা সম্পর্কে শুধু মানুষকে সচেতনই করবে না, এর সমাধানের জন্য অভিনব কিছু কাজও করবে। আর এই কাজ করার জন্য সার্ফ এক্সেল, সরকার, স্থানীয় সমমনা ও আর্ন্তজাতিক সংগঠন ও গবেষণা সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। মুক্ত হোক শৈশব ক্যাম্পেইনের প্রথম কার্যক্রম হলো ‘কার ফ্রি স্ট্রিট’। আমাদের শহরগুলোতে খেলার মাঠের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে। আবার খেলার মাঠ যেগুলো আছে, সেখানে এসব মানবীয় গুণাবলি বিকাশের সুযোগ নেই মোটেও।
অন্যদিকে যানজট, নিরাপত্তাহীনতার কারণে মা-বাবা শিশুকে বাসা থেকে একটু দূরের মাঠে খেলতে নিয়ে যাওয়া বা বেড়াতে যাওয়া থেকে বিরত থাকেন। তাই ব্যস্ত শহরে শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির সঙ্গে একত্রিত হয়ে ডিটারজেন্ট ব্র্যান্ড সার্ফ এক্সেল আয়োজন করে আসছে ‘কার ফ্রি স্ট্রিট’।
স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড সার্ফ এক্সেলের সঙ্গে সরকারি কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় এমন শিশু বান্ধব উদ্যোগের আয়োজন এই প্রথম। তারই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর (শুক্রবার) মানিক মিয়া এভিনিউতে ‘কার ফ্রি স্ট্রিট’ ইভেন্টের পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি সংবাদ সম্মেলনের।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ১০টা পর্যন্ত চলা এ সংবাদ সম্মেলনে ছিল অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে প্যানেল আলোচনা।
‘মুক্ত হোক শৈশব’ শীর্ষক এই প্যানেল আলোচনায় অংশ নেন ইউনিলিভার বাংলাদেশের ফ্যাব্রিক সলিউশনস ক্যাটাগরি হেড জিশান বায়েজিদ রহমান, ন্যাশনাল ইনস্টিটিউশন অব মেন্টাল হেলথের ডিরেক্টর ডক্টর মোহিত কমাল, সেইভ দ্য চিল্ড্রেন অর্গানাইজেশনের ডেপুটি ডিরেক্টর সৈয়দ মাতিন হসান ও ডিটিসিএ’র অ্যাডিশনাল সেক্রেটারি জাকির হোসেন মজুমদার।
আলোচনায় বলা হয়, শিশুদের মুক্তভাবে বাইরে খেলাধুলা করা তাদের শারীরিক ও মানবিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব অভিভাবকদের আহ্বান জানানো হয় বাচ্চাদের আটকে না রেখে মুক্তভাবে খেলার জন্য তাদের ছেড়ে দিতে। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করতে সমাধান বের করার অনেক কাজ করার সুযোগ আছে। যদি সাধারণ নাগরিকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসেও একসঙ্গে কাজ করে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এএটি