রোববার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সভাকক্ষে ডিসি জসিম উদ্দিনের হাতে স্মারকলিপি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি মোহর আলী চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা জাসদের সহ সভাপতি এ কে ইব্রাহিম, সৈয়দ হোসেন, হাবিবুল্লাহ মাস্টার, হাবিবুল্লাহ হবু, সেলিম সিকদারসহ দলের অন্যান্য নেতারা।
স্মারকলিপি দেওয়া শেষে নারায়ণগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি মোহর আলী চৌধুরী বলেন, সরকারের উদ্যোগ, প্রশাসনের ভূমিকা ও জনগণের সমর্থনে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নাশকতা, আগুন-সন্ত্রাস ও অশান্তির রাজনীতি কোণঠাসা হয়ে গেছে। দেশ শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন, উৎপাদনের পথে এগিয়ে চলেছে। দেশের সাধারণ মানুষ এর সুফল ভোগ করছে।
‘কিন্তু দুর্নীতি, লুটপাট, দলবাজী, ক্ষমতাবাজী, চাঁদাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকের দাপটসহ সামাজিক অনাচার-অবিচার আশংকাজনকভাবে বেড়েছে। ক্ষেত্র বিশেষে অপরাধীরা রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে। আর এগুলোর প্রতিবাদেরই আমাদের এই স্মারকলিপি। ’
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, জেলা জাসদকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরাও অবশ্যই আপনাদের সহযোগিতা করবো।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
এসএ/