ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
কাঁঠালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নার্সারি ব্যবসায়ী আব্দুল খালেক আকন (৬৫) মারা গেছেন।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী নাসিমা বেগম বাংলানিউজকে জানান, ‘এইক গ্রামের রুস্তম ফরাজীর ছেলে সাইফুল ইসলাম ফরাজী এক মাস আগে তার স্বামীর (আব্দুল খালেক আকন) কাছ থেকে বাকিতে ৬০ হাজার টাকার গাছের চারা কেনেন।

ওই টাকা চাইতে গেলে সাইফুল ও তার ভাইয়ের সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। এরপর গত ১ সেপ্টেম্বর রাতে স্থানীয় দোগানো বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুল খালেক আকনকে প্রতিপক্ষের সাইফুল, তার ভাই এনায়েত ফরাজী ও বাবা রুস্তম ফরাজী মারধর করেন। খবর পেয়ে আব্দুল খালেক আকনের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা কেটে পড়েন।

পরে তার আহতাবস্থায় আব্দুল খালেক আকনকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ২ সেপ্টেম্বর তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

কাঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, এ ঘটনায় আগেই হত্যার চেষ্টা মামলা হয়েছে। এখন ওই মামলাটি এই হত্যা মামলা হিসেবে গ্রহণ হবে।  

মামলায় সাইফুল ইসলাম, তার ভাই এনায়েত ফরাজী, আনোয়ার ফরাজী ও বাবা রুস্তম ফরাজীকে আসামি করা হয়েছে। এরই মধ্যে আসামি আনোয়ার ফরাজীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এসআই আব্দুস সালাম।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ