রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রায়াত বিরোধীদলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শোকপ্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তারা এ মন্তব্য করেন।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, দোষে-গুণে মানুষ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমদ বলেন, তার সঙ্গে আমাদের রাজনৈতিক মত ও পথের ভিন্নতা ছিল। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু তিনি একজন বিনয়ী মানুষ ছিলেন। তিনি সামরিক শাসন জারি করেছিলেন, আমাদের অনেককে গ্রেফতার করেছেন। তিনি একবার আমাকে বলেছিলেন রাজনৈতিক কারণে আপনাকে গ্রেফতার করেছিলাম। আমি বললাম আমি ভুলে গেছি।
তিনি ব্যক্তিগতভাবে সজ্জন ব্যক্তি ছিলেন। মত ও পথের ভিন্নতা সত্ত্বেও আমি তাকে শ্রদ্ধা জানাই। প্রত্যেক মানুষেরই ভুল আছে, ব্যর্থতা আছে, আমাদেরও আছে। ঢাকা-উত্তরবঙ্গসহ গ্রামীণ উন্নয়নে তিনি কাজ করেছেন। ভালো মানুষ তিনি চলে গেছেন, মানুষ তাকে মনে রাখবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশ ও জাতির জন্য তার অনেক অবদান রয়েছে। তিনি যে কাজ শুরু করেছিলেন তার পরিচর্যা অনেকেই করেছেন। কিন্তু মূল বীজ বপনটা এরশাদ করেছিলেন। তাকে বাদ দিয়ে এদেশের রাজনীতির সমীকরণ হয়নি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসকে/এএ